বছর ৩৫-এর যতীন আজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী জীবনের উপান্তে দাঁড়িয়ে তার একটাই চিন্তা যে তার চেয়ে ১২ বছরের ছোট মণি কি করবে সে যখন এ পৃথিবীতেই থাকবে না। মণি যতীনের স্ত্রী তা সমাজ মেনে নিলেও মণির শিশু মনে সংসারের জটিলতা যেন কিছুতেই বোধগম্য হয়না। ওদিকে যতীনের মাসি তিনি আবার মণির কোনকিছুই সহ্য করতে পারেন না। এ হেন মণি কি যতীনের মৃত্যুর পরে কি বিয়ে করবে নাকি যতীন এর সম্পত্তি নিয়ে কাটিয়ে দেবে সারাজীবন। এই গল্পে তৎকালীন সময়ের হিন্দু সমাজের চিত্র ও সম্পর্ককে পরিস্ফুট করেছেন গুরুদেব তার কলমে।
All content for গল্প শেষের রাত্রি (Shesher Ratri) is the property of Audio Pitara by Channel176 Productions and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
বছর ৩৫-এর যতীন আজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী জীবনের উপান্তে দাঁড়িয়ে তার একটাই চিন্তা যে তার চেয়ে ১২ বছরের ছোট মণি কি করবে সে যখন এ পৃথিবীতেই থাকবে না। মণি যতীনের স্ত্রী তা সমাজ মেনে নিলেও মণির শিশু মনে সংসারের জটিলতা যেন কিছুতেই বোধগম্য হয়না। ওদিকে যতীনের মাসি তিনি আবার মণির কোনকিছুই সহ্য করতে পারেন না। এ হেন মণি কি যতীনের মৃত্যুর পরে কি বিয়ে করবে নাকি যতীন এর সম্পত্তি নিয়ে কাটিয়ে দেবে সারাজীবন। এই গল্পে তৎকালীন সময়ের হিন্দু সমাজের চিত্র ও সম্পর্ককে পরিস্ফুট করেছেন গুরুদেব তার কলমে।
"আমি সুখের উপরে জবরদস্তি করিনি... আমি সেই জিনিস চেয়েছিলুম যার ওপরে কারো স্বত্ব নেই, সমস্ত জীবন হাতজোড় করে অপেক্ষাই করলুম..." যতীনের এই উপলব্ধি আসলে তার মণির আগত ভবিষ্যৎকে ঘিরেই। যতীনের একটা আশঙ্কা ছিলোই যে তার মৃত্যুর পর কিশোরী ও বিধবা মণিকে যেন কোন অভাবেই না পড়তে হয়। কিন্তু মাসির তা পছন্দ না হলেও মুখ ফুটে কিছু বলে না। মাসির অপত্য স্নেহের একটা বিশেষ কারণ এই যে তিনি নিঃসন্তান এবং ভয়ের কারণ নিরাপত্তাহীনতা। তাই মণিকে যতীন বিষয় আশয় লিখে দিয়ে গেলেও মাসিকে তার অভিভাবক করে গিয়েছিলো। মাসি কিন্তু বুঝতে পেরেছিলেন যে যতীন এমন একজন পুরুষ যার সংবেদনশীল মন সবার জন্য চিন্তায় ব্যস্ত হয়ে থাকে নিজের দিকেও সে ফিরে তাকায় না। যতীনের জীবনের শেষ কটা দিনকে মাসি স্মরণীয় করে তোলবার হাজারো চেষ্টা করেছেন। সবসময় তিনি মণির গুণগান গেয়ে গেছেন যতীনের কাছে। মাসি চেয়েছেন মণি তার মতো করেই চলুক, তার প্রতিটা কথাকেই বেদবাক্যের মতো অনুসরণ করুক। কিন্তু বাস্তবে যে সেটা সম্ভব নয়। যতীন নিজের মতো করে মণিকে একতরফা ভালোবেসে বিষয় আশয়ের সমস্তটাই লিখে দিয়ে গিয়েছে। মাসির কথায় "সে যে তোকে কি দিয়ে যাচ্ছে, তা যদি তুই বুঝতিস!"
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
গল্প শেষের রাত্রি (Shesher Ratri)
বছর ৩৫-এর যতীন আজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী জীবনের উপান্তে দাঁড়িয়ে তার একটাই চিন্তা যে তার চেয়ে ১২ বছরের ছোট মণি কি করবে সে যখন এ পৃথিবীতেই থাকবে না। মণি যতীনের স্ত্রী তা সমাজ মেনে নিলেও মণির শিশু মনে সংসারের জটিলতা যেন কিছুতেই বোধগম্য হয়না। ওদিকে যতীনের মাসি তিনি আবার মণির কোনকিছুই সহ্য করতে পারেন না। এ হেন মণি কি যতীনের মৃত্যুর পরে কি বিয়ে করবে নাকি যতীন এর সম্পত্তি নিয়ে কাটিয়ে দেবে সারাজীবন। এই গল্পে তৎকালীন সময়ের হিন্দু সমাজের চিত্র ও সম্পর্ককে পরিস্ফুট করেছেন গুরুদেব তার কলমে।