
অধ্যায় ১১ পৃথিবীর শেষ ও নতুন আশা
খ্রীষ্টীয় প্রথম শতাব্দীর শেষ দিকে যীশু খ্রীষ্টের শিষ্যরা আর যারা তাঁকে বিশ্বাস করত তারা সারা পৃথিবীতে তাঁর বাণী বয়ে নিয়ে গেল। এই বাণীকে তারা বলত ‘সুখবর’ বা ‘সুসমাচার’। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক নতুন খ্রীষ্ট বিশ্বাসী ছিল। তাদের উৎসাহ দিতে আর তাদের বিশ্বাসকে দৃঢ় করতে যীশু খ্রীষ্টের শিষ্যরা অনেক চিঠি লিখেছিলেন। শিষ্যদের লেখা ২১ টি চিঠির মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য আমাদের দেওয়া হয়েছে। এই বাইবেল সারের ১১ অধ্যায় থেকে ১৪ অধ্যায়ের মধ্যে সেই চিঠিগুলো থেকে কিছু অংশ তুলে ধরা হল।