
যীশু খ্রীষ্ট স্বর্গে চলে যাওয়ার পর খ্রীষ্ট বিশ্বাসীদের ওপর ভীষণ অত্যাচার শুরু হল। যীশুকে ‘মশীহ’ বলার জন্য আর ঈশ্বরের সুখবর প্রচার করার জন্য যীশুর শিষ্য যোহনকে ভূমধ্যসাগরের পাটমস্ দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এই পৃথিবীতে কী কী ঘটবে সেসব এক দর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর যোহনের কাছে প্রকাশ করলেন। এই কথাগুলোই যুগ যুগ ধরে আনন্দ আর উৎসাহের এক উৎস হয়ে উঠেছে। যারা যীশু খ্রীষ্টের ওপর বিশ্বাস করার জন্য দুঃখ-দুর্দশায় পড়ে আর অত্যাচার ভোগ করে তারা এই কথায় প্রেরণা পায়। ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে, অবশ্যই এক নতুন পৃথিবী হবে যেখানে কোনও দুঃখ-কষ্ট ও যন্ত্রণা থাকবে না আর যারা ঈশ্বরকে মেনে চলে ঈশ্বর তাদের পুরস্কার দেবেন। এসব পবিত্র বাইবেলের ‘যোহনের প্রকাশিত বাক্যে’ লেখা আছে।