
অধ্যায় ৮ মানুষের পাপের প্রায়শ্চিত্ত
রাজাদের রাজা আর প্রভুদের প্রভু মানুষ সৃষ্টি করেছিলেন। অথচ সেই মানুষেরই পাপের বোঝা নিজের ওপর তুলে নিয়েছিলেন। কাঁটার মুকুট তাঁর মাথায় চেপে বসিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে রক্ত ঝরে পড়েছিল আর লোকেরা তাঁর মুখে থুতু দিয়েছিল। তাঁর হাতে ও পায়ে পেরেক বিদ্ধ করা হয়েছিল আর তিনি ছিলেন উলঙ্গ। ভীষণ যন্ত্রণায় গোঁগাছিলেন আর তাঁর শরীর মোচড়াচ্ছিল। তিনি মরেছিলেন যেন আমরা জীবন পাই। তিনি কষ্ট ভোগ করেছিলেন যাতে আমরা ক্ষমা পাই। তাঁর ক্ষত স্থানের জন্যই আমরা সুস্থ হয়েছি। সেইজন্যই খ্রীষ্ট বিশ্বাসীরা তাদের রাজাকে ভালোবাসে। এজগতে পাপের এই ভয়াবহ সমস্যা মেটানোর আর অন্য কোনও উপায় নেই। পবিত্র বাইবেল আমাদের বলে, স্বর্গে ঢোকার দরজা সরু। খুব অল্প ক’জনই সেটা খুঁজে পায়।