
পবিত্র বাইবেলের ‘গীতসংহিতা’ লেখা হয়েছিল গান করার জন্য। ঈশ্বর এর মধ্য দিয়ে এই শিক্ষা দিয়েছেন যে, আমরা যেন তাঁর উদ্দেশ্যে সব সময় গান করি। যখন আমরা দুঃখ পাই বা আনন্দে থাকি বা অসুস্থ থাকি বা বিফলতায় থাকি তখন যেন ঈশ্বরের উদ্দেশ্যে গান করি। যখন আমরা পাপ করে ফেলি বা পরীক্ষায় পড়ি বা অত্যাচার ভোগ করি তখনও আমাদের উচিত তাঁর উদ্দেশ্যে গান করা। যখন তাঁর আশীর্বাদ পেয়ে আমরা আনন্দে ভরে যাই আর কৃতজ্ঞ থাকি তখন আমাদের গান করা দরকার। যখন বড়ো লোক হয়ে যাই বা গরীব হই বা অভাবে থাকি তখন দরকার ঈশ্বরের উদ্দেশ্যে গান করা। ঈশ্বরের উদ্দেশ্যে গান করার জন্যই খ্রীষ্ট বিশ্বাসীরা সমস্ত মানুষের মধ্যে অতুলনীয়। কীভাবে প্রার্থনা করতে হবে আর কী প্রার্থনা করতে হবে তাও গীতসংহিতা আমাদের শেখায়। যুগ যুগ ধরে খ্রীষ্ট বিশ্বাসীরা তাদের ‘স্বর্গের পিতা ঈশ্বর’-এর কাছে এইভাবেই প্রার্থনা করেছে। গীতসংহিতার গানের অনেকগুলোই প্রায় ৩০০০ বছর আগে লেখা ।