
রাজা শলোমন ইস্রায়েল দেশে রাজত্ব করতেন খ্রীষ্ট পূর্ব ১০৭০ থেকে ১০৩০ পর্যন্ত। পবিত্র বাইবেল আমাদের বলে, ঈশ্বর রাজা শলোমনকে সমুদ্রতটের বালির মতো সীমাহীন প্রজ্ঞা আর বুদ্ধি দিয়েছিলেন। পূর্ব দেশের সকল মানুষের প্রজ্ঞার চেয়ে রাজা শলোমনের প্রজ্ঞা ছিল অনেক বেশী। সকল জাতির মানুষ শলোমনের প্রজ্ঞা শুনতে আসত। পৃথিবীর যে সব রাজা তাঁর প্রজ্ঞার বিষয়ে শুনেছিল তারা শলোমনের কাছে লোক পাঠাত। পবিত্র বাইবেলে শলোমনের হিতোপদেশের কিছু অংশ এই ছোটো অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। এই হিতোপদেশগুলো ৩০০০ বছর আগে লেখা হয়েছিল। তবু আজও পৃথিবীতে এগুলো লোকের মুখে মুখে ফেরে।