
একজন আসল খ্রীষ্ট বিশ্বাসীর লক্ষণ হল শিক্ষা নয়, সুন্দর করে কথা বলা নয়, ক্ষমতা নয় বা উন্নতি নয়। কিম্বা অন্য খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে উঁচু পদ বা সম্মান পাওয়া নয়। একজন আসল খ্রীষ্ট বিশ্বাসীর লক্ষণ হল, সে তার বিশ্বাসী ভাই-বোনকে অন্তর দিয়ে ভালবাসবে। পবিত্র বাইবেলে 1 যোহন 3:23 তে লেখা আছে,—‘ঈশ্বরের আদেশ হল, আমরা যেন তাঁর পুত্র যীশু খ্রীষ্টের নামে বিশ্বাস করি আর তিনি যেমন আমাদের আদেশ করেছেন তেমন আমরা একে অন্যকে ভালবাসি’। এই ছোটো অধ্যায়ে ভালোবাসার যে উপযুক্ত সংজ্ঞা পাই, এই জগতের সমস্ত সাহিত্যের কোথাও আমরা তা পাই না। যাই হোক, যার এরকম ভালোবাসা আছে সে-ই আসল খ্রীষ্ট বিশ্বাসী।