
খ্রীষ্টীয় সুখবরের শক্তি, মহিমা ও আশা হল যীশু খ্রীষ্টের মৃত্যু থেকে আবার জীবিত হওয়ার ঘটনাটা। যদিও অনেক লোক খ্রীষ্টের পুনরুত্থানকে অবহেলা করে। তবুও খুব বোকা না হলে কেউই এই মহা সত্যকে অস্বীকার করতে পারে না। পৃথিবীর ইতিহাসে এটাই গুরুত্বপূর্ণ ঘটনা যা জগতকে ওলট পালট করে দিয়েছে। এই সুখবরই খ্রীষ্ট বিশ্বাসীরা জগতে প্রচার করে থাকে আর জগতের কাছে বলা উচিত। যীশু খ্রীষ্ট মৃত্যু থেকে বেঁচে উঠেছেন বলে আমরাও মৃত্যু থেকে বেঁচে উঠব আর স্বর্গের মহিমাময়, অনন্ত রাজ্যে প্রবেশ করব। সারা মানব জাতির ওপরে মৃত্যুর যে অভিশাপ ঝুলে আছে তা থেকে বাঁচার একমাত্র উপায় এই সুখবর। এছাড়া সারা বিশ্বে মৃত্যুর ওপর আর কোনও আশা নেই, জয় নেই।