Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Sports
Society & Culture
History
Fiction
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts125/v4/8f/8a/de/8f8ade11-ebd9-18ec-8c8a-a9ce136c051a/mza_14019235942904126641.jpg/600x600bb.jpg
Banglar Kobita
Rajarshi Pahari
10 episodes
16 hours ago
Famous Bengali Poems
Show more...
Performing Arts
Arts
RSS
All content for Banglar Kobita is the property of Rajarshi Pahari and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Famous Bengali Poems
Show more...
Performing Arts
Arts
Episodes (10/10)
Banglar Kobita
Kandari Husiar Kobita lyrics কান্ডারী হুশিয়ার – কাজী নজরুল ইসলাম | Rajarshi Sumitra

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার

গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!

কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!

Show more...
2 years ago
2 minutes 22 seconds

Banglar Kobita
Dui Bigha Jomi
A social political poem by Rabindranath Tagore.
Show more...
3 years ago
6 minutes 54 seconds

Banglar Kobita
Manasi by Rabindranath Tagore

This poem is dedicated to the women... 

Show more...
4 years ago
1 minute 23 seconds

Banglar Kobita
বন্দী বীর/Bandi Bir/ The Captive Brave

বন্দী বীর

পঞ্চনদীর তীরে
বেণী পাকাইয়া শিরে
দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে
জাগিয়া উঠেছে শিখড্ড
নির্মম নির্ভীক।
হাজার কণ্ঠে গুরুজির জয়
ধ্বনিয়া তুলেছে দিক্।
নূতন জাগিয়া শিখ
নূতন উষার সূর্যের পানে
চাহিল নির্নিমিখ।

“অলখ নিরঞ্জন’
মহারব উঠে বন্ধন টুটে
করে ভয়ভঞ্জন।
বক্ষের পাশে ঘন উল্লাসে
অসি বাজে ঝন্ঝন্।
পঞ্জাব আজি গরজি উঠিল,
“অলখ নিরঞ্জন!’

এসেছে সে এক দিন
লক্ষ পরানে শঙ্কা না জানে
না রাখে কাহারো ঋণ।
জীবন মৃত্যু পায়ের ভৃত্য,
চিত্ত ভাবনাহীন।
পঞ্চনদীর ঘিরি দশ তীর
এসেছে সে এক দিন।

দিল্লিপ্রাসাদকূটে
হোথা বারবার বাদশাজাদার
তন্দ্রা যেতেছে ছুটে।
কাদের কণ্ঠে গগন মন্থ,
নিবিড় নিশীথ টুটে–
কাদের মশালে আকাশের ভালে
আগুন উঠেছে ফুটে!

পঞ্চনদীর তীরে
ভক্তদেহের রক্তলহরী
মুক্ত হইল কি রে!
লক্ষ বক্ষ চিরে
ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষীসমান
ছুটে যেন নিজনীড়ে।
বীরগণ জননীরে
রক্ততিলক ললাটে পরালো
পঞ্চনদীর তীরে।

*****************


Show more...
4 years ago
4 minutes 44 seconds

Banglar Kobita
Puratan Bhritya by Rabindranath Tagore

পুরাতন ভৃত্য (puratan bhritya)


ভূতের মতন চেহারা যেমন,   নির্বোধ অতি ঘোর।

যা-কিছু হারায়, গিন্নি বলেন,   "কেষ্টা বেটাই চোর।'

উঠিতে বসিতে করি বাপান্ত,   শুনেও শোনে না কানে।

যত পায় বেত না পায় বেতন,   তবু না চেতন মানে।

বড়ো প্রয়োজন, ডাকি প্রাণপণ, চীৎকার করি "কেষ্টা'--

যত করি তাড়া, নাহি পাই সাড়া,   খুঁজে ফিরি সারা দেশটা

তিনখানা দিলে একখানা রাখে,   বাকি কোথা নাহি জানে--

একখানা দিলে নিমেষ ফেলিতে   তিনখানা ক'রে আনে।

যেখানে সেখানে দিবসে দুপুরে   নিদ্রাটি আছে সাধা--

মহাকলরবে গালি দেই যবে   "পাজি হতভাগা গাধা'--

দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে,   দেখে জ্বলে যায় পিত্ত!

তবু মায়া তার ত্যাগ করা ভার-- বড়ো পুরাতন ভৃত্য।

ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি   বলে,"আর পারি নাকো!

রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো।

না মানে শাসন; বসন বাসন   অশন আসন যত

কোথায় কী গেল! শুধু টাকাগুলো   যেতেছে জলের মতো।

গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার--

করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি   ভৃত্য মেলে না আর!

শুনে মহা রেগে ছুটে যাই বেগে,   আনি তার টিকি ধরে;

বলি তারে, "পাজি, বেরো তুই আজই,  দূর করে দিনু তোরে!'

ধীরে চলে যায়, ভাবি গেল দায়;  পরদিনে উঠে দেখি

হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে   বেটা বুদ্ধির ঢেঁকি।

প্রসন্নমুখ, নাহি কোনো দুখ, অতি-অকাতর চিত্ত!

ছাড়ালে না ছাড়ে, কী করিব তারে   মোর পুরাতন ভৃত্য।

সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা   করিয়া দালালগিরি।

করিলাম মন শ্রীবৃন্দাবন   বারেক আসিব ফিরি।

পরিবার তায় সাথে যেতে চায়,   বুঝায়ে বলিনু তারে

পতির পুণ্যে সতীর পুণ্য,   নহিলে খরচ বাড়ে।

লয়ে রশারশি করি কষাকষি   পোঁটলাপুঁটলি বাঁধি

বলয় বাজায়ে বাক্স সাজায়ে   গৃহিণী কহিল কাঁদি,

"পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে   কষ্ট অনেক পাবে।'

আমি কহিলাম "আরে রাম রাম!   নিবারণ সাথে যাবে।'

রেলগাড়ি ধায়; হেরিলাম হায়   নামিয়া বর্ধমানে

কৃষ্ঞকান্ত অতি প্রশান্ত   তামাক সাজিয়া আনে।

স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য!

যত তারে দুষি তবু হনু খুশি   হেরি পুরাতন ভৃত্য।

নামিনু শ্রীধামে, দক্ষিণে বামে   পিছনে সমুখে যত

লাগিল পান্ডা, নিমেষে প্রাণটা   করিল কণ্ঠাগত।

জন ছয় সাতে  মিলি একসাথে   পরমবন্ধুভাবে

করিলাম বাসা, মনে হল আশা   আরামে দিবস যাবে।

কোথা ব্রজবালা! কোথা বনমালা!   কোথা বনমালী হরি!

কোথা হা হন্ত, চিরবসন্ত!   আমি বসন্তে মরি।

বন্ধু যে যত স্বপ্নের মতো   বাসা ছেড়ে দিল ভঙ্গ--

আমি একা ঘরে ব্যাধি-খরশরে   ভরিল সকল অঙ্গ।

ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ,   "কেষ্ট, আয় রে কাছে।

এত দিনে শেষে আসিয়া বিদেষে   প্রাণ বুঝি নাহি বাঁচে।'

হেরি তার মুখ ভরে ওঠে বুক,    সে যেন পরম বিত্ত।

নিশিদিন ধরে দাঁড়ায়ে শিয়রে   মোর পুরাতন ভৃত্য।

মুখে দেয় জল, শুধায় কুশল,   শিরে দেয় মোর হাত;

দাঁড়ায়ে নিঝুম, চোখে নাই ঘুম,   মুখে নাই তার ভাত।

বলে বার বার, "কর্তা, তোমার   কোনো ভয় নাই, শুন,

যাবে দেশে ফিরে মাঠাকুরানীরে   দেখিতে পাইবে পুন।'

লভিয়া আরাম আমি উঠিলাম;   তাহারে ধরিল জ্বরে--

নিল সে আমার কালব্যাধিভার   আপনার দেহ-'পরে।

হয়ে জ্ঞানহীন কাটিল দু দিন,   বন্ধ হইল নাড়ী--

এতবার তারে গেনু ছাড়াবারে,  এতদিনে গেল ছাড়ি।

বহুদিন পরে আপনার ঘরে   ফিরিনু সারিয়া তীর্থ--

আজ সাথে নেই চিরসাথী সেই   মোর পুরাতন ভৃত্য।

#poembyrabindranathtagore, #rabindranathtagore

Show more...
4 years ago
4 minutes 48 seconds

Banglar Kobita
Nirjhorer Shopno Vongo | Rabindranath Tagore

It's a famous Bengali poem written by Rabindranath Tagore 


আজি এ প্রভাতে রবির কর

কেমনে পশিল প্রাণের পর,

কেমনে  পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!

না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

জাগিয়া উঠেছে প্রাণ,

ওরে     উথলি উঠেছে বারি,

ওরে  প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।

থর থর করি কাঁপিছে ভূধর,

শিলা রাশি রাশি পড়িছে খসে,

ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল

গরজি উঠিছে দারুণ রোষে।

হেথায় হোথায় পাগলের প্রায়

ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় -

বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার।

কেন রে বিধাতা পাষাণ হেন,

চারি দিকে তার বাঁধন কেন!

ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,

সাধ্ রে আজিকে প্রাণের সাধন,

লহরীর পরে লহরী তুলিয়া

আঘাতের পরে আঘাত কর্।

মাতিয়া যখন উঠেছে পরান

কিসের আঁধার, কিসের পাষাণ!

উথলি যখন উঠেছে বাসনা

জগতে তখন কিসের ডর!

আমি    ঢালিব করুণাধারা,

আমি    ভাঙিব পাষাণকারা,

আমি    জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া

আকুল পাগল-পারা।

কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,

রামধনু-আঁকা পাখা উড়াইয়া,

রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।

শিখর হইতে শিখরে ছুটিব,

ভূধর হইতে ভূধরে লুটিব,

হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।

এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,

এত সুখ আছে, এত সাধ আছে - প্রাণ হয়ে আছে ভোর।।

কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ -

দূর হতে শুনি যেন মহাসাগরের গান।

ওরে, চারি দিকে মোর

এ কী কারাগার ঘোর -

ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।

ওরে আজ     কী গান গেয়েছে পাখি,

এসেছে রবির কর।

Show more...
4 years ago
2 minutes 22 seconds

Banglar Kobita
Sonar Tori by Rabindranath Tagore

This is a famous poem by Rabindranath Tagore

Recited by Rajarshi Pahari

সোনার তরী

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।

একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা–
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে–
দেখে যেন মনে হয় চিনি উহারে।

ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।

যত চাও তত লও তরণী-‘পরে।
আর আছে?– আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে–
এখন আমারে লহ করুণা করে।

ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি–
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

– রবীন্দ্রনাথ ঠাকুর (সোনার তরী  হতে সংগ্রহীত)

Sonar Tori (The Golden Boat)
(Version 1: Translated by the poet himself, taken from The Fugitive)

The rain fell fast. The river rushed and hissed. It licked up and swallowed the island, while I waited alone on the lessening bank with my sheaves of corn in a heap.

From the shadows of the opposite shore the boat crosses with a woman at the helm.
I cry to her, ‘Come to my island coiled round with hungry water, and take away my year’s harvest.’

She comes, and takes all that I have to the last grain; I ask her to take me.
But she says, ‘No’-the boat is laden with my gift and no room is left for me.

Show more...
4 years ago
1 minute 57 seconds

Banglar Kobita
Sobar ami chatro by Sunirmal Basu
Its an epic poem by Sunirmal Basu. In this poem the poet describes how nature teaching us several ways. Recited by Rajarshi Pahari
Show more...
4 years ago
1 minute 14 seconds

Banglar Kobita
Rabindranath er Proti by Sukanta Bhattacharya
This is a famous poem written by Sukanta Bhattacharya. He dedicated the poem to Rabindranath Tagore. In this tough period of fighting with Corona, there is a feeling of fear among all as it was in India during British period. I found this poem is very much relative to the present situation.
Show more...
4 years ago
1 minute 35 seconds

Banglar Kobita
Bidrohi ( Poem By Kazi Nazrul Islam)
This is a famous bengali poem by Kazi Nazrul Islam. This poem says a lot about inner 'Me'. We can do anything if we want.
Show more...
4 years ago
7 minutes 41 seconds

Banglar Kobita
Famous Bengali Poems